Sunday, February 10, 2019

চাকরি দেবার নামে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ হতে সাবধান থাকুন!


কোনো প্রতিষ্ঠান যদি চাকরি দেবার কথা বলে সিকিউরিটি ডিপোজিট, প্রশিক্ষণ ফি কিংবা অন্য যেকোনো নামে কোনো টাকা চায় তবে আপনি নিশ্চিত থাকুন যে আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন।
কোম্পানী তার স্বার্থে আপনাকে প্রশিক্ষণ দিবে সেক্ষেত্রে প্রশিক্ষণ ফি নেবার প্রশ্নই ওঠে না। অনেক কোম্পানী প্রশিক্ষণ দেবার জন্য কোম্পানীর খরচে তার কর্মীদের বিদেশে পর্যন্ত পাঠায়। কিংবা আপনি পরবর্তীতে চাকরি ছেড়ে চলে যেতে পারেন এসব কথা বলে সিকিউরিটি ডিপোজিট চাইলে বুঝবেন আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন। কারণ সৌদি এয়ারলাইন্স, মাইক্রোসফট, গুগল এর মতো কোম্পানী সিকিউরিটি ডিপোজিট চায় না তাহলে এসব দুই টাকার কোম্পানী কেন চাচ্ছে নিজেকেই প্রশ্ন করুন।
► কিংবা কেউ যদি চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে বিকাশে টাকা চায় তাও বুঝবেন আপনি প্রতারকের খপ্পরে পড়েছেন। কিছুদিন পর দেখবেন ঐ নাম্বার বন্ধ।
আপনার বেকারত্বকে পুঁজি করে এসব প্রতিষ্ঠান ব্যবসা করছে। তাই আপনার সচেতনতাই পারে প্রতারণার হাত থেকে মুক্ত থাকতে।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment