Tuesday, April 16, 2019

ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত পেশা ফ্রিল্যান্সিং! : টিকে থাকার উপায়→


এই লেখার শিরোনাম দেওয়া যেতে পারে— ফ্রিল্যান্সারের প্লান 'বি'।

আপনি যদি ফ্রিল্যান্সার হন, মাসে যদি মোটামুটি নির্দিষ্ট একটা ইনকাম করছেন, তবে বোঝা যায় আপনার প্লান A সফল হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার প্লান B কি রেডি আছে? যদি থাকে খুবই ভাল কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের বেশিরভাগ ফ্রিলান্সারেরই কোন প্লান B নেই। কারণ আমরা ধরেই নেই এভাবেই মনেহয় আমাদের বাকি জীবন চলতে থাকবে। আসলে এর থেকে ভুল ধারনা আর কিছু হতে পারে না। অনলাইন জগৎ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যারা স্কিল ডেভেলপ করে তাল মিলাতে পারবে, একমাত্র তারাই টিকতে পারবে। বাকিরা ঝড়ে পড়ে যাবে। তাই আপনার প্লান B রেডি থাকতে হবে, যেন প্লান A যদি কোন কারনে ব্যর্থও হয়, তার পরেও যেন আপনি ভালকরে টিকে থাকতে পারেন।
অসংখ্য উদাহরণ দিতে পারি, একসময় অনেকেই খুবই সফল ফ্রিলান্সার ছিলেন, কিন্তু এখন তাঁরা ব্যর্থ। ইনকামের বিকল্প কোন সোর্স রেডি না করতে পেরে তাঁরা এখন সবার করুনা আর উপহাসের পাত্র। নাম না উল্লেখ করে কিছু বাস্তব উদাহরণ দেই—

১. Elance মার্কেটপ্লেসে কাজ করত একজন সফল ফ্রিলান্সার। হাতে গোনা কয়েকজন বায়ার দিয়ে খুবই ভাল কাজ করত। তার বড় একটা টিম ছিল। Elance, oDesk এর সাথে মিলে যাবার পর তার কাজে ধ্বস নামে। প্রায় সব বায়ার হাতছাড়া হয়ে যায়। প্রায় ৬ মাস তাঁরা কর্মীদের প্রায় বসিয়ে বসিয়ে বেতন দিয়ে, চালাতে না পেরে সবাইকে বিদায় করে। এখন নিজে নিজে কাজ করে, কোন মতে কাজ টিকে আছে।
২. পরিচিত একজন, Fiverr এ খুবই ভাল কাজ করত। খুব সুন্দর একটা অফিসে প্রায় ১২ জনের একটা টিম নিয়ে কাজ করত। প্রায় ১০ লক্ষ টাকা দিয়ে শুধু অফিস ডেকোরেশন করেছিল। বেশ কয়েকটা বিদেশি একাউন্ট ছিল VPN, প্রক্সি দিয়ে চলাত। একে একে সব ব্যান হয়ে যায়। এখন নামে মাত্র অফিসে থাকলেও, তার মূল ব্যবসা হচ্ছে ফিলান্সিং টিউশনি, মানে মানুষের বাসায় গিয়ে ফ্রিলান্সিং শেখানো। টিকে থাকার জন্য আসলে সে এই ধান্দাবাজি করছে, অধঃপতন আর কাকে বলে!
৩. কয়েকদিন আগের ঘটনা, একজনের সাথে কথা হচ্ছিল। সে শুধু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেই Upwork থেকে গত কয়েক বছর ধরে ভাল ইনকাম করছিল। এর বাহিরে সে কিছু জানে না, শেখার চেষ্টাও করেনি। কোন কারনে তার একাউন্ট সাসপেন্ড। এখন Fiverr এ এসেছে। অনেক চেষ্টা করেও কোন অর্ডার পাচ্ছে না। খুবই হতাশ।
৪. একজন ফ্রিলান্সার লোভে পড়ে, তার পুরো ইনকামের ৫৬ লক্ষ টাকা, শেয়ার বাজারে ইনভেস্ট করে প্রায় পুরটাই খুইয়েছে। যে কাজের ফ্রিন্সান্সিং করত তার চাহিদা কমে গেছে, আর সে নিজেকে আপডেট করতে পারেনি। এখন চাকরীর জন্য বিভিন্ন অফিসে ট্রাই করছে।
৫. বছর তিনেক আগে একজন ফ্রিলান্সার, গ্রুপে ইনকামের স্ক্রিনশট দিয়েছিল সেটা তার এক মাসের ইনকাম ১ হাজার ডলারের স্কিনশট ছিল! পোষ্টের হেডিং ছিল পারলে ঠেকা। আসলে তাকে ঠেকানোর কোন সুযোগই এখন নেই, কারণ সেই লোকে এখন ফ্রিলান্সিংই করে না।
৬. আমার পরিচিত এক ছোট ভাই কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ একদিন তার ব্রেন স্ট্রোক করল। প্রায় ৭ দিন হাসপাতালে ভর্তি থেকে এবং মাস ছয় বেড রেস্টে থেকে এখন কিছুটা সুস্থ। ফ্রিলান্সিং তার মাথায় উঠেছে।

আসলে লিখতে গেলে এই রকম গল্প অনেক বলা যাবে। তাই আর লিখছি না,
সবাইকে বলব সময় থাকতে সাবধান হোন। আপনার প্লান B রেডি করে ফেলেন। কোন কারনে যদি আপনার একাউন্ট চলে যায়, বা ইনকামের সোর্স নষ্ট হয়ে যায়, তার পরেও যেন ভাল করে টিকে থাকতে পারেন। টিকে থাকার জন্য আপনি কি কি করতে পারেন সেই ব্যাপারে আমার কিছু মতামত দিচ্ছি। আপনার কোন আইডিয়া থাকলে কমেন্টে দিতে পারেন।

১. আপনার প্রথম ইনকাম চালু হবার সাথে সাথে ব্যাংকে একটা DPS খুলে ফেলেন সামর্থ্য অনুযায়ী। বিশ্বাস করেন,এটা একসময় আপনার বিপদের বন্ধু হিসেবে কাজে দেবে।
২. আপনি যে কাজ করেন সেটা আপনার খুব ঘনিষ্ট কেউ, যেমন ভাই, বোন, স্ত্রীকে মোটামুটি শিখিয়ে দেন। যেন আপনার অবর্তমানে সে চালিয়ে নিতে পারে। ব্যক্তিগত কারনে আমার একাউন্ট প্রায় দেড় মাস বন্ধ রেখেছিলাম। তখন এটা হাড়ে হাড়ে টের পেয়েছি।
৩. চীনাদের মত মাসিক সঞ্চয় করুন। তাদের নীতি হচ্ছে আগে সঞ্চয় করতে হবে। এর পরে যদি কিছু বাচে, তবে সেটা খরচ করতে হবে। আমরা করি উল্টা, খরচের পর যদি কিছু থাকে তবে সঞ্চয় করি। এটা উচিৎ না। ব্যাংকে কত টাকা জমাবেন সেটা টার্গেট করেন। সেটা অর্জন না করা পর্যন্ত লেগে থাকেন।
৪. ইনকামের আরেকটা সোর্স চালু করেন। Fiverr পাশাপাশি অন্য মার্কেটপ্লেস ট্রাই করেন। যেন Fiverr এর প্রফাইল চলে গেলেও টিকতে পারেন।
৫.রেগুলার পারমানেন্ট বায়ার তৈরি করেন। একসময় হয়ত আর মার্কেটপ্লেসে কাজ নাও করা লাগতে পারে।
৬. জমিতে বিনিয়োগ করেন। জমির বিনিয়োগ লাভজনক। হতে মোটামুটি টাকা হলেই জমি কিনে রেখে দেবেন। আমার পরিচিত যারা এইধরনের বিনিয়োগ করেছেন তাঁরা প্রায় সবাই লাভবান হয়েছেন। শহরে থাকলে ফ্লাটে বিনিয়োগ করতে পারেন। এটাও লাভজনক।
৭. কৃষিতে বিনিয়োগ করতে পারেন। এটা এখন খুবই লাভজনক ব্যবসা। ফিশারিজ, পোল্ট্রি এখন অনেক লাভজনক। ইকমার্স এর ব্যাবসাও ভাল করছে। সামনে ঈদ, এটা নিয়ে এগুতে পারেন। ভাল লাভ থাকবে।
৮. ভুলেও শেয়ার বাজার বা কোন MLM ব্যবসায় যাবেন না, এমনকি পরিচিত কেউ যদি এসব ব্যবসা করে তবে তার থেকে ১০০ হাত দূরে থাকুন। কারন আর নাইবা বললাম।
৯. আপনি যে সার্ভিস দেন সেটার উপর একটা সার্ভিস সাইট করে রাখেন। একদিন এটা আপনার সম্পদে পরিণত হবে।
১০. রেন্ট এ কারে বিনিয়োগ করতে পারেন। ভাল লোক পেলে আপনার ইনভেস্ট লাভসহ উঠে আসবে। নিজের কাছের কেউ ভাল ড্রাইভিং জানলে এটা নিয়ে এগোতে পারেন।
১১. ডিলারশিপের ব্যাবসা করতে পারেন। ভাল কোম্পানির ডিলারশিপ অনেক নিরাপদ ব্যাবসা।

আমি বলব, নিজেকে নিজেই মোটিভেট করেন। নিদিষ্ট একটা সময় নির্ধারণ করেন যে, এই সময়ের মধ্যে আপনি কি কি অর্জন করবেন। সেটা কাগজে লিখে ফেলেন, সেগুলো অর্জন করার চেষ্টা করেন। প্রতিটা অর্জনে নিজেকে পুরস্কৃত করেন। এই ব্যাপারে আরও ভাল আইডিয়া পেতে চাইলে, আপনার কাছের কেউ যদি ব্যাংকে চাকরী করে, তবে তার পরামর্শ নিতে পারেন। কারন বৈষয়িক ব্যাপারে আমার মতে, তাদের মত ভাল কেউ জানে না। দেখবেন বেশির ভাগ ব্যাংকার বয়স ৪০ হবার আগেই তার জীবন গুছিয়ে ফেলে, ভবিষ্যতে কি কি করবে সব কিছু তার কাছে ফিলিপস বাতির মত পরিস্কার। তাদের থেকে অনেক ভাল ভাল পরামর্শ পাবেন।
অনেক ইয়াং ফ্রিলান্সার আছে অল্প বয়সে ভাল ইনকাম করে, সেই টাকার চূড়ান্ত অপচয় করে। অনেকেই দামি মোটরবাইক কিনে ফেসবুকে পোষ্ট দিয়ে শো অফ করে। আইফোন, মাকবুক কিনে টাকার শ্রাদ্ধ করে! (যদি কাজের খাতিরে দরকার হয় তবে সেটা ভিন্ন কথা) টাকা আজে বাজে কাজে খরচ করে। এসব করা উচিৎ না। টাকা সঞ্চয় করা শেখা উচিৎ।
আমাদের দেশে অধিকাংশই ৪০ বছর পার হবার পর পরই জীবনের হিসেব মেলানো শুরু করে দেয়। কি চাইলাম আর কি পেলাম, এসব বলে হা হুতাশ করতে থাকে। তাই জীবনে যেন হা হুতাশ না করতে হয়, এই জন্য যা কিছু করার ৪০ এর আগেই করে ফেলা উচিৎ। এর পরে আপনার অর্জনগুলো শুধু উপভোগ করবেন। অনেকে মনে করতে পারেন ৪০ আসতে অনেক বাকি। ঠিক আছে আপনি ৩০ এর মধ্যেই সব কিছু করে ফেলেন। আপনাকে কে ঠেকাচ্ছে।

একটা সাফল্যের গল্প দিয়ে লেখা শেষ করব। সেদিন কোন এক গ্রুপে একজন ফ্রিলান্সারের পোষ্ট দেখলাম। সে আগামী আড়াই বছরের জন্য বিশ্ব ভ্রমনে বের হচ্ছে। ভ্রমনের প্লান রেডি। মানে আগামী আড়াই বছর সে বিশ্বের সম্ভব সব যায়গা ভ্রমন করবে। কারন সে এই ইয়াং বায়সেই সবকিছু সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছে। একটু চোখ বন্ধ করে তার যায়গায় নিজেকে কল্পনা করেন। দেখেন কেমন লাগে।
তাই বলব হাতে এখনো সময় আছে। আপনার প্লান B রেডি করে ফেলেন।
ধন্যবাদ!
লেখক: Golam Kamruzzaman (Admin: Fiverr BD Solution)

ভালো থাকুন | School of Awareness

Monday, February 11, 2019

জেনে নিন— কোথায় চাকরির আবেদন করবেন না এবং কেন?


১. সরকারী বিজ্ঞপ্তিতে যদি একজন বা দুইজন লোক নিয়োগ দেয়ার কথা বলা হয়, নিশ্চিত থাকুন এখানে লোক নিয়োগ সম্ভবত পূর্বনির্ধারিত (হয় লবিং নয় অন্যকিছু)।
২. কোনো এনজিওতে যদি ৩০০/৫০০ লোকবল নিয়োগের উল্লেখ করা হয় এবং আবেদনের জন্য বা ট্রেইনিং এর পূর্বে টাকা চাওয়া হয়। বেসরকারী খুব কমই প্রতিষ্ঠান আছে যাদের পক্ষে আদৌ একসাথে এত লোকের নিয়োগ হ্যান্ডেল করা সম্ভব। এটাও একধরনের ব্যবসা, প্রতারণার ব্যবসা।
৩. জেনে রাখুন কিছু প্রতিষ্ঠানের সম্পর্কে যেখানে টেমপোরারী ওয়ার্কিং লোকজনই নিয়োগ পায়। শুধু আনুষ্ঠানিকতা রক্ষার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় যেমন- আই.সি.ডি.ডি.আর.বি, সরকারি (স্বায়ত্ত্বশাসিত) বিশ্ববিদ্যালয়।
৪. যদি আপনার কাছে কোনো ফোন আসে আর আপনাকে বলে আপনার সিভি ওমুক জব সাইট বা তমুক জব সাইট থেকে পেয়েছি। আপনাকে জয়েন করতে বলে। জবপোর্টালগুলোই সরাসরি আপনাকে ফোন দিবে, কোনো এমপ্লয়ার না। এ ধরণের কল করে ধান্দাবাজ কোম্পানীগুলো।
অনেক সময় বিভিন্ন সোস্যাল মিডিয়া (Facebook/G+) থেকে আপনার নম্বর কালেক্ট করে ছিনতাই করার উদ্দেশ্যে ফোন দেয়া হয়।
৫. বিজ্ঞাপনে যদি কোম্পানীর এড্রেস না দেয়া থাকে- শতকরা ৯৯% ক্ষেত্রে এরা ভুয়া কোম্পানী।
৬. যদি সরাসরি লবিং না থাকে তাহলে সরকারী রিসার্চ ল্যাবগুলোতে আবেদন করবেন না— BCSRI, NIB, BRRI, IRRI, Atomic Energy Comission, IEDCR, BIISS, BIDS, BJRI, BARI; ব্যাংক ড্রাফট করার পরেও ৫০-৬০% ক্যান্ডিডেটদের এরা পরীক্ষাতেই ডাকেনা।
৭. প্রধানমন্ত্রীর অধিদপ্তরের কোনো পদে আবেদন করার আগে ১০ বার ভাবুন— সেখানে যেকোনো পদই খুবই ডিমান্ডিং, তাই লবিং অত্যন্ত বেশি থাকে। সাধারণত দলীয় লোক না হলে সচারচর নিয়োগ দেয়া হয় না।
৮. যেকোনো স্কুল বা কলেজের বিজ্ঞপ্তি দেখে আবেদনের পূর্বে সরেজমিনে তাদের অবস্থা দেখে আসুন অথবা কাউকে দিয়ে খোঁজ নিন। আজকাল অনেক স্কুল কলেজের বিজ্ঞপ্তি শুধুই আনুষ্ঠানিকতা সারতে দেয়া হয়। ৫০০ টাকা ব্যাংক ড্রাফট করার আগে প্রতিষ্ঠান কতটা নতুন/পুরাতন (Financially Stable) তা যাচাই করে নেয়া উচিত।
৯. সেলস সংশ্লিষ্ট কোনো পদে আবেদনের জন্য যদি ফি দেয়া লাগে। বাংলাদেশের প্রায় সকল কোম্পানীতেই Sales Officer/ Executive/ Representative পদে সরাসরি নিয়োগ দেয়া হয় , ট্রেইনিং দেওয়া হয় নিজ খরচে। তাই এসব পদে আবেদনের ক্ষেত্রে কখনওই লেনদেন করবেন না।
('চাকরির খবর' থেকে সংগৃহীত)
সংগ্রহে: S M. Sarowar Hossain

ভালো থাকুন | School of Awareness

Sunday, February 10, 2019

চাকরি দেবার নামে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ হতে সাবধান থাকুন!


কোনো প্রতিষ্ঠান যদি চাকরি দেবার কথা বলে সিকিউরিটি ডিপোজিট, প্রশিক্ষণ ফি কিংবা অন্য যেকোনো নামে কোনো টাকা চায় তবে আপনি নিশ্চিত থাকুন যে আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন।
কোম্পানী তার স্বার্থে আপনাকে প্রশিক্ষণ দিবে সেক্ষেত্রে প্রশিক্ষণ ফি নেবার প্রশ্নই ওঠে না। অনেক কোম্পানী প্রশিক্ষণ দেবার জন্য কোম্পানীর খরচে তার কর্মীদের বিদেশে পর্যন্ত পাঠায়। কিংবা আপনি পরবর্তীতে চাকরি ছেড়ে চলে যেতে পারেন এসব কথা বলে সিকিউরিটি ডিপোজিট চাইলে বুঝবেন আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন। কারণ সৌদি এয়ারলাইন্স, মাইক্রোসফট, গুগল এর মতো কোম্পানী সিকিউরিটি ডিপোজিট চায় না তাহলে এসব দুই টাকার কোম্পানী কেন চাচ্ছে নিজেকেই প্রশ্ন করুন।
► কিংবা কেউ যদি চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে বিকাশে টাকা চায় তাও বুঝবেন আপনি প্রতারকের খপ্পরে পড়েছেন। কিছুদিন পর দেখবেন ঐ নাম্বার বন্ধ।
আপনার বেকারত্বকে পুঁজি করে এসব প্রতিষ্ঠান ব্যবসা করছে। তাই আপনার সচেতনতাই পারে প্রতারণার হাত থেকে মুক্ত থাকতে।

ভালো থাকুন | School of Awareness

Wednesday, January 30, 2019

প্রতারক বা বাটপার চেনার কিছু কৌশল এবং আপনার কিছু পদক্ষেপ।


প্রথম পর্বের পর...
বর্তমানে টাকা দিয়ে চাকুরী নিতে গিয়ে অনেকেই অগ্রীম টাকা দিয়েছেন এবং অর্থ ক্ষতির সম্মুক্ষীন হয়েছেন, যার অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের সাথে ঘটেছে । তাই, যদি অগ্রীম টাকা দিয়ে চাকুরী নিতে চান তবে প্রথম কাজ হচ্ছে ব্যক্তি নির্বাচন অর্থাৎ যিনি আপনাকে চাকুরী দেওয়ার আশ্বাস দিচ্ছেন তিনি সত্যিই উপযুক্ত কিনা? ভুল লোকের কাছে গেলে আপনার সময় এবং সুযোগ দুটোই নষ্ট হবে । কে যে সঠিক লোক তা বোঝা যদিও খুব কঠিন তবে কিছু বিষয় মাথায় রেখে কাজ করবেন, যেমন :

আপনি যাকে টাকা দিচ্ছেন, আপনি তাকে কতটুকু চেনেন? কিভাবে চেনেন? কার মাধ্যমে চেনেন? সে 'সব পারি' এই রকমের ভাব দেখাচ্ছে কিনা? তার মুখের ভাষা কেমন? তার শিক্ষাগত যোগ্যতা কৌশলে জানার চেষ্টা করুন । সে লোকটির বয়স কেমন? চাকুরী দেওয়ার ক্ষেত্রে সাধারনত ৪৫ থেকে ৬০ বছরের মানুষের সফলতা বেশি হওয়ার কথা কারন তার নিজের ভিতরে ক্ষমতা অর্জন করতে করতেই এই সময় লাগবে । আর একটি বিষয় হচ্ছে কাজটি কি ওই ব্যক্তি নিজে করবেন নাকি কারো সাহায্য নিবেন? আপনি ওই লোকের বাসা বা কোন স্থায়ী ঠিকানা জানেন কিনা? আপনি সেখানে পৌঁছুতে পারবেন কিনা? ওই ব্যক্তি যদি আপনার টাকা দিতে না চায় তবে আপনি তাকে চাপ দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? একদম অপরিচিত লোকের লোভনীয় প্রস্তাবে রাজী হওয়ার আগে সময় নিন । হুট করে কাজ করবেন না । 

সাধারনত যারা চাকুরী করেন বা স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান আছে এমন কাওকে টাকা দিলে টাকা তুলতে সুবিধা হয় কারন তাদের সম্মান হারানোর ভয় থাকে তাদের সহকর্মী বা সহ ব্যবসায়ীর কাছে। কিন্তু রাজনৈতিক লোক, মন্ত্রীর পি এস, এ পি এস, ভাই, ভাতিজা, এ..ও.. যাকেই টাকা দেন না কেন ,কাজ না হলে টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব । 

যদি অগ্রীম হিসাবে কেও ৫০০০/ ১০০০০/ ২০০০০ টাকা চায় হাত খরচ হিসাবে, ভুলেও দিবেন না । প্রায় নিশ্চিত করেই বলা যায় আপনার পুরো টাকাটাই নষ্ট হল । চাইলে আপনি বলে দেন, কাজ হলে হাত খরচ দ্বিগুন দিয়ে দিবেন ।

যদি অগ্রীম টাকা দেন, ওই ব্যক্তির চেক রেখে দিবেন আর ৩০০ টাকার স্টাম্পে চাকুরীর কথা উল্লেখ করে লিখিত রাখবেন। এই প্রমাণ ভবিষ্যতে যে কোন সময় আপনার কাজে আসবে । আর যদি নিজে কখনো চেক দেন তবে ভুলেও Blank চেক দিবেন না ,এতে পরবর্তীতে সে নিজের ইচ্ছামত টাকার পরিমাণ বসিয়ে নিতে পারে। তবে যে চেকই দেন না কেন, ৩০০ টাকার স্টাম্পে ঘটনা উল্লেখ করে চেকের নাম্বার উল্লেখ করুন । নয়তো, ওই লোক খারাপ হলে আপনার চেক দিয়েই আপনাকে ব্লাকমেইম করতে পারে । 

নিজের আত্মীয় স্বজন, বন্ধু, এদের সাথে কাজ করার ক্ষেত্রেও সাবধান কারন এদের ভিতরেও অনেকে ফটকাবাজ ধরনের হয় । আপনি হয়তোবা ভাবছেন, আমার সাথে এমন করবে না কিন্তু ঘটনা ঘটে গেলে শেষ রক্ষা হবে না । 

জানি একটা চাকরীর জন্য আপনি মরিয়া হয়ে গেছেন । বয়স চলে যাচ্ছে.....সংসারে টানাটানি....বোনের বিয়ে বাদ.... নিজেও বিয়ে করতে পারছেন না......তাই যে কোন মূল্যেই হোক ........ । এই পরিস্থিতিতে আমার এসব কথা আপনার ভাল লাগবে না, এটাও জানি । তবুও বলবো একটু ভেবে সামনের দিকে যান.....হিতে না বিপরীত হয়ে যায় শেষে । 

দ্বিতীয় কাজ হচ্ছে ,আপনি যার সাহায্য নিচ্ছেন তার কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা এবং বিশ্লষণ করা অর্থাৎ তার কথা যুক্তিযুক্ত কিনা এবং বাস্তবতার সাথে সংগতিপূর্ণ কিনা? এই বিষয়ে তৃতীয় পর্বে উল্লেখ করা হবে ।
চলমান....
সুত্র: "নীরব প্রতিবাদ" পেজ থেকে সংগৃহীত।

ভালো থাকুন | School of Awareness

Wednesday, January 23, 2019

সিঙ্গাপুর গিয়ে আয় করার পরিকল্পনা করলে সচেতক হোন!


সিংগাপুর আসার কথা ভাবছেন? একটু থামুন এবং হিসেব মিলিয়ে নিন।
পাশের বাড়ির কেউ একজন সিঙ্গাপুর গিয়ে ভালো টাকা ইনকাম করছেন। শুরুর বেতন প্রায় ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা। এমনটি শোনেই অনেকে। একবুক আশা নিয়ে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ভর্তি হন বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং সেন্টারে। যেখানে পাশ করে সিঙ্গাপুর আসা যায়।
ভর্তির সময় ট্রেনিং সেন্টারের লোকেরা বলে ট্রেনিং শেষে তাদের মাধ্যমেই সিঙ্গাপুর পাঠানো হয়। পাশ করার পরে কোনো ঝামেলা নেই। সহজেই ভিসা পাওয়া যায়। আসলে কি তাই? না, এতটা সহজ নয় মোটে।
একসময় অবশ্য সহজ ছিল। সেন্টার থেকে সিঙ্গাপুর পাঠানোর সকল ব্যবস্থা করা হতো। এখন সিঙ্গাপুর কাজের চাহিদা অনুযায়ী লোক সংখ্যা অনেক বেশি। যার জন্য চাইলে ট্রেনিং সেন্টারের লোকেরা সহজে লোক পাঠাতে পারে না। পাশ করার পরে পরিচিত কারও মাধ্যমে অথবা দালালের মাধ্যমে আসতে হয়।
একসময় সিঙ্গাপুর আসতে সর্বমোট খরচ হতো এক লাখ আশি হাজার টাকা। দিনে দিনে বেড়ে এখন তা হয়েছে প্রায় দশ লাখ টাকা। এই বিশাল এমাউন্টের টাকা জোগার করতে অনেকে নিজের শেষ সম্বল ভিটামাটি বিক্রি করতে হয়।
স্বপ্ন দেখে সিঙ্গাপুর এসে অল্পসময়ে সকল টাকা শোধ করে ফেলবে। দেশে থেকে দালালদের বলা হয় যেন একটি ভালো কোম্পানিতে আইপি লাগানো হয়। দালালরা ভালো কোম্পানি বলে ফুসলিয়ে অতিরিক্ত টাকা নিয়ে পাঠায় স্বপ্নের দেশ সিঙ্গাপুরে। তাও আবার একবছরের চুক্তিতে। একবছর পরে নতুন করে কন্ট্রাক্ট করে এভাবে ১৮ বছর থাকা যায়। এমনটিই বলে দালালরা। এখানে আসার পর ভালো কোম্পানি বাদ দিয়ে পরিচিত হতে হয় কোম্পানি নিয়ে তিনটি নতুন শব্দ-
Maincon, Subcon, Supply. 
Maincon হলো সেই সব কোম্পানি যারা Government থেকে সরাসরি কাজ নিয়ে Subcon এর মাধ্যমে কাজ করান। Subcon এর যদি লোকের প্রয়োজন হয় তাহলে Suppy কোম্পানি থেকে লোক নিয়ে এসে কাজ করান।
এতে যারা এসে Maincon কোম্পানিতে কাজ করে তাদের বেসিক সেলারি কম হলেও প্রতিবছর ভিসা নবায়ন করতে তেমন চিন্তা করতে হয় না। তবে এখন ভিন্নরূপ। বেশিরভাগ Subcon যদিও ভিসা নবায়ন করেন, এর বিনিময় কর্মী থেকে $1500 থেকে $2000 ডলার নিয়ে যায়। কিছু কিছু আছে ব্যতিক্রম। তাঁরা টাকা ছাড়াই ভিসা নবায়ন করেন।
আবার কিছু কোম্পানি একবছর পরে বাছাই করে লোক পাঠিয়ে দেয়। কিন্তু Supply কোম্পানিগুলো একবছর পরে কোনো কর্মীর ভিসাই নবায়ন করেন না। প্রতিবছর নতুন করে লোক নিয়ে আসা তাদের একটি ব্যবসা। কোনো কিছুর বিনিময়ে তারা ভিসা নবায়ন করতে রাজি হয় না। 
দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাড়ভাঙ্গা পরিশ্রম করে শুধু একটাই আশা নিয়ে। তা হলো একবছর শেষে ভিসার নবায়ন করানো। কিন্তু সবার ভাগ্যে সেটা হয়ে উঠে না। ঋণের বোঝা আর চোখের জল নিয়ে ফিরে যেতে হয় বাড়ী।
তাহলে ভেবে দেখুন যারা ভিটামাটি বিক্রি করে বা লোন করে স্বপ্ন নিয়ে আসেন। তাদের একবছর পর পাঠিয়ে দিলে তাদের কী অবস্থা হয়?
বেশিরভাগই ১৮ ডলার বেসিকে কাজ করে। প্রতি সপ্তাহে রবিবার বন্ধ। দিনে দুই ঘন্টা ওভারটাইম। আবার শানিবার ওভারটাইম নেই। এতে মাসে শ্রমিকের বেতন আসে ৫০০-৫৫০ ডলার। তার মাঝে একমাসে খাওয়া ও যাবতীয় খরচ চলে যায় ২০০- ২৫০ ডলার। বাকি থাকে ২৫০-৩০০ ডলার। ৩০০ ডলার ধরলে বর্তমানে টাকার রেটে আসে বিশ হাজার থেকেও কম । তাহলে এক বছরে আসে প্রায় ২০০০০০৳।
যেখানে আসতে খরচ হয় প্রায় দশ লক্ষ টাকা। বাকি টাকা জলে যায়। সাথে একবছরে শ্রম। আবার নতুন করে আসতে লেগে যায় প্রায় পাঁচ লক্ষ টাকা। যেটা সবার পক্ষে সম্ভব না।
তাই যারা দূর থেকে ভাবছেন সিঙ্গাপুর একটি স্বপ্নের দেশে, তারা এবার ভেবে দেখুন সিঙ্গাপুর আসলে কতটা স্বপ্নের। আসার আগে আরেকবার বসে পড়ুন ক্যালকুলেটর নিয়ে। 
এটা হচ্ছে সম্পূর্ণ বাস্তব এবং সত্য বিশ্বাস টা আপনার কাছে।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

Preface to Flop Investment!


স্কুল অব অ্যাওয়ারনেস এর "ফ্লপ ইনভেস্টমেন্ট" বিভাগে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান ও ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করার পরামর্শ পাবেন।